বিশ্বকাপ জয়ী মেডেল হারালেন জোফরা আর্চার

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি : ,

খেলাধুলা টুডে: করোনাভাইরাস কোভিড-১৯ এর জন্য লকডাউনের সময় লোকে কত কী করছেন! কেউ ফিটনেস ধরে রাখার চেষ্টা করছেন কেউ ভাল রান্না করছেন। কেউ গান গাইছেন প্রাণ খুলে। কেউ আবার ভাল নাচ করে নিজের প্রতিভা জাহির করছেন, আর জোফরা! তাঁর সময় কেটে যাচ্ছে একটা মূল্যবান জিনিস খুঁজতে খুঁজতে। আর হাজার খুঁজেও সেটা না পেয়ে তিনি যেন পাগলের মতো আচরণ করছেন। তবে জিনিসটা সত্যিই মূল্যবান। আর সেটা না পেলে যে কোনও ক্রিকেটারেরই পাগলপ্রায় হয়ে ওঠার কথা। ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারের এখন তাই মন খারাপ। সাধের জিনিসটি হারিয়ে ফেলেছেন তিনি।

সেই সাধের জিনিস হলো বিশ্বকাপের গোল্ড মেডেল। তিনি বাড়ি বদলানোর সময় এটি হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই পেসার মেডেল হারিয়ে এখন দিশেহারা । যে মেডেল তিনি বিশ্বকাপ খেলে পেয়েছিলেন। বিশ্বকাপ খেলাটা যে কোনও ক্রিকেটারের কাছে স্বপ্ন। আর সেই বিশ্বকাপ থেকে পাওয়া মেডেল যে কোনও ক্রিকেটারের কাছে অমূল্য সম্পদ। সেটাই কি না হারিয়ে ফেলেছেন আর্চার। তবে তিনি মনে করছেন, বাড়িতেই সেটি কোথাও একটা রেখেছেন। এখন মনে করতে পারছেন না। আর তাই পাগলের মতো আচরণ করছেন তিনি।

আর্চার বলেছেন, একজন আমাকে একটা ছবি উপহার দিয়েছিল। ওটা দেওয়ালে টাঙাই। তার উপরই মেডেলটা ঝুলিয়ে রেখেছিলাম।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet