এবার হও সিরিয়াস: অনেক তো ঘোরাঘুরি হলো, এবার সময় এসেছে সিরিয়াস হবার। কেননা তুমি কলেজ জীবনে, আর তোমার উচিত এখন থেকেই পড়াশনোয় সিরিয়াস হওয়া। বেশীরভাগ ক্ষেত্রে খেয়াল করলেই দেখবে, শুধুমাত্র ফেসবুক কিংবা ইউটিউবে ঢুঁ মেরে ঘন্টার পর ঘন্টা মূল্যবান সময় নষ্ট করছো। অথবা যখন পড়ার দরকার ছিলো তখন বন্ধু কিংবা অন্য কারো সাথে অপ্রয়োজনীয় আড্ডা বা চ্যাটিং এর মাধ্যমে সময় কাটাচ্ছো।
এটাকে আসলে সময় কাটানো বলা যাবেনা, এটাকে বলা উচিত সময় নষ্ট। কারণ দেখো, এই সময়গুলোতে যদি ফেসবুকে বা ইউটিউবে ঢুঁ না মারতে কিংবা বন্ধুদের সাথে অপ্রয়োজনীইয় আড্ডা মেরেসময় নষ্ট না করতে, তবে কিন্তু এটুকু সময় বেশ ভালোভাবে পড়াশোনায় কাজে লাগানো যেত। প্রতিদিন যদি দুই ঘন্টা করে আড্ডা আর ফেসবুক বাদ দিয়ে পড়ার কাজে লাগাও, তবে মাস শেষে সেটি দাঁড়াচ্ছে ৬০ ঘন্টা। অর্থাৎ সেটি আস্ত দুই দিনেরও বেশি সময়! এই সময়ের কিছুটা অংশ যদি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নেবার কাজে লাগাও, তাহলে তুমি এগিয়ে থাকলে অনেকের থেকেই।
প্রথমে আপনাকে যা জানতে হবে: ঢাকা , জাহাঙ্গীরনগর ,জগন্নাথ ,চট্টগ্রাম , রাজশাহী ইসলামী বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্য সকল বিশ্ববিদ্যালয়ে সাধারণত ইউনিট ভিত্তিক ভর্তিযুদ্ধ হয়ে থাকে । ভর্তিযুদ্ধের ধারাবাহিকতায় ক’ ইউনিট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীগণের জন্য খ’ ইউনিট মানবিক এবং গ’ ইউনিট ব্যবসায় শাখার শিক্ষার্থীগণের জন্য নির্ধারিত ।
তবে সব বিশ্ববিদ্যালয়ে ইউনিটের এমন ধারাবাহিকতা রক্ষা করা হয় না । এই জন্য ভর্তি ফরম সংগ্রহের সময় বিষয়টিকে ভালো করে জেনে নিতে হবে । আবার কিছু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়ভিত্তিক পরীক্ষা নিয়ে থাকে । তবে যে বিশ্ববিদ্যালয় কিংবা যেকোন বিষয় ভিত্তিক ভর্তিযুদ্ধ হোক না কেন সব পরীক্ষার ভর্তি যুদ্ধ প্রস্তুতি প্রায় একই রকম।
প্রস্তুতির জন্য কী বিষয়ে পড়বেন ?
আপনি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে বাংলা , ইংরেজি, সাধারণ জ্ঞানসহ এইচএসসিতে পাঠ্য বিষয় যেমন পদার্থ ,রসায়ন ,গণিত, জীববিজ্ঞান ভালভাবে পড়ুন । এক্ষেত্রে শুধু এইচএসসি সিলেবাস অনুসারে নয় বরং পুরো বইয়ের খুটিনাটি সব বিষয় আয়ত্ত করুন ।
আর আপনি যদি মানবিক শাখার শিক্ষার্থী হয়ে থাকেন তবে বাংলা-ইংরেজি ,ইতিহাস, সমাজবিজ্ঞান , সাধারন জ্ঞান বিষয়ে ভালোভাবে ঘাটাঘাটি করুন । আর বাণিজ্য শাখার ক্ষেত্রে সিলেবাসের বাইরে ও হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়গুলো মনোযোগ দিয়ে পড়ুন । স্মরণ রাখুন সব বিশ্ববিদ্যালয়ের ইউনিট ভিত্তিক সংশ্লিষ্ট বিষয়ের আলোকেই ভর্তি পরীক্ষা প্রশ্ন হয়ে থাকে । সুতরাং সেভাবে আপনি নিজের মতো করে সামগ্রিক প্রস্তুতি নিন ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি । প্রথমে আপনার কাজ হলো- (১)ইউনিট সিলেকশন করুন (২) টার্গেট ঠিক রাখুন ( ৩) নিয়ম করে পড়ুন ।