শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:১৫ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ও মহিলা কর্মকর্তা ইভটিজিংয়ের শিকার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ৯.৩৬ পিএম

মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি প্রতিনিধি


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই ছাত্রী ও এক মহিলা কর্মকর্তার সাথে ইভটিজিং এর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ভুক্তভোগীরা অভিযোগপত্র জমা দিলে বিষয়টি নজরে আসে।

অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষা বিভাগের একজন মহিলা কর্মকর্তা ও দুইজন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর পাশে ডাবের দোকানে গেলে অটোরিকশা চালক ভুক্তভোগীদের উদ্দেশ্য ব্যাঙ্গাত্মক শব্দ ব্যবহার করে ইভটিজিং করে।

পরবর্তীতে অভিযুক্ত ঈমনকে (২৫) প্রক্টর অফিসে নিয়ে গেলে সেখানে শাস্তি দেওয়া হয় এবং সে ভুক্তভোগীদের নিকট ক্ষমা চেয়ে নেয়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ইকবাল সুমন বলেন, আমরা অভিযোগ পাওয়ার সাথেই অভিযুক্ত ঈমনকে অফিসে ডেকে শাস্তি দিয়েছি। পরে অভিভাবকদের ডেকে এনে তাকে ক্যাম্পাসের আশেপাশে অটোরিকশা চালাতে নিষেধ করে দিয়েছি।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today