আন্তর্জাতিক টুডেঃ করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ৬৫ লাখ ৬৭ হাজার ৫৯২ জন করোনায় শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ৩ লাখ ৮৭ হাজার ৯৩৩ জন।এবং আক্রান্তদের মধ্যে ৩১ লাখ ৬৯ হাজার ৩৪ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।
করোনাভাইরাসের পরিসংখ্যান প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।
করোনায় সবচেয়ে দুর্বিষহ অবস্থা যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা ১৯ লাখ ১ হাজার ৭৮৩ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯ হাজার ১৪২ জন। এছাড়া সেখানে সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৮ হাজার ৬৭০ জন।
শনাক্তকৃত সংখ্যা বিবেচনায় সাত নম্বরে থাকা প্রতিবেশী দেশ ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৮২৪ জন। দেশটিতে মারা গেছেন ৬ হাজার ৮৮ জন।
উল্লেখ্য গত ২৪ ঘন্টায় বাংলাদেশে
করোনায় ৩৭ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৪৬ এবং ২৬৯৫ জনের করোনা শনাক্ত
এ পর্যন্ত সারা দেশে মোট করোনায় আক্রান্ত ৫৫১৪০ এছাড়া সুস্থ ৫২৩ করোনা রোগী সহ মোট সুস্থ ১১১২০ জন।