খেলাধুলা টুডে: সহকারী কোচের দায়িত্ব অনেক আগেই পালন করেছেন,কিন্তু এবার ইংল্যান্ড দলের দায়িত্ব নিতে চলেছেন পল কলিংউড। বিশ্ব চ্যাম্পিয়নদের অস্থায়ী কোচ হতে যাচ্ছেন তিনি।
সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। সিরিজে দুই দল খেলবে তিন টি ওয়ানডে ম্যাচ । এই সিরিজে বিশ্রামে থাকবেন নিয়মিত কোচ ক্রিস সিলভারউড। তাইতো সে সময়ে দেশটির প্রধান কোচ হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করবেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কলিংউড।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে বাংলাদেশে সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলের সহকারী কোচ ছিলেন কলিংউড।
১০, ১২, ১৬ সেপ্টেম্বর আইরিশদের বিপক্ষে ম্যাচগুলো হওয়ার কথা এজেম বোল আর ওল্ড ট্রাফোর্ডে।এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী সপ্তাহেই। নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।