ক্যাম্পাস টুডে ডেস্ক
৩৭তম ও ৩৯তম বিশেষ বিসিএস (ডাক্তার) থেকে নন-ক্যাডার থেকে ৭৩১ জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি। ৩৭তম বিসিএস থেকে ১৬৭ জন ও ৩৯তম বিসিএস থেকে ৫৬৪ জনকে নিয়োগের সুপারিশ করবে পিএসসি। এর মধ্যে ৩৭তম বিসিএস ছিল সাধারণ বিসিএস ও ৩৯তম বিসিএস ছিল চিকিৎসকদের বিশেষ বিসিএস।
১২ ফেব্রুয়ারি, বুধবার বিশেষ সভা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিএসসি।
এ বছরের এপ্রিলের প্রথমদিকে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে । তবে মার্চে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা (ঐচ্ছিক) শুরুর চিন্তা-ভাবনা করছে পিএসসি।