বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন

বিসিএস পরীক্ষার হলে ঘাড় ঘোরালেই প্রার্থিতা বাতিল

  • আপডেট টাইম বুধবার, ২০ জুলাই, ২০২২, ১.৫৮ পিএম
বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নিলে, আমরাও বিসিএস নিয়ে নেব: চেয়ারম্যান

ক্যাম্পাস টুডে ডেস্কঃ বিসিএসের লিখিত পরীক্ষায় প্রার্থীরা ঘাড় ঘোরালেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বাতিল করা হবে প্রার্থিতা। গতকাল সরকারি কর্মকমিশন (পিএসসি) কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এর সত্যতা নিশ্চিত করেন।

বৈঠকে কমিশনের চেয়ারম্যান, সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন। সোহরাব হোসাইন আরও বলেন, অসদুপায় অবলম্বন করে বিসিএসের পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। অন্যায় করে কাউকে ক্যাডার সার্ভিসে নিয়োগ পেতে দেওয়া হবে না।

এদিকে পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, পরীক্ষার হলে অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে রেজিস্ট্রেশন নম্বর দৈবচয়ন ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হয়েছে। এ ক্ষেত্রে নিজ আসন ও কক্ষ চিহ্নিত করা কিছুটা সময়সাপেক্ষ হবে। প্রার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যেতে বলা হয়েছে। প্রসঙ্গত, আগামী ২৪ জুলাই থেকে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today