বিনোদন টুডে
দীর্ঘ দিনের পরিচয়, অবশেষে পরিণয়। হা অনেকদিনের বান্ধবী কলকাতার রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুনিধি নায়েককে বিয়ে করেছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। আজ (২৮ অক্টোবর) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলে তাদের বিয়ের রেজিস্ট্রি করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সুনিধির বাড়িতেই ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আয়োজন করা হয় বলে জানা যায়।সুনিধি নায়েক তার ফেসবুকপ্রোফাইলে অর্ণবের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- ‘দ্য লাইট অব মাই লাইফ’।
এছাড়া অর্ণবের দুলাভাই কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির এক ফেসবুক পোস্টে অর্ণব-সুনিধির ছবি পোস্ট করে লিখেন, ‘হারিয়ে গেছো। এই তো জরুরি খবর! কংগ্রাচুলেশন্স অর্ণব ও সুনিধি।’
অর্ণবের মামাতো বোন রাফিয়াথ রশীদ মিথিলা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বিয়েতে উপস্থিত না থাকা নিয়ে আফসোস প্রকাশ করে গণমাধ্যমকে জানান, ফ্লাইট চালু না থাকায় আমি যেতে পারলাম না।
প্রসঙ্গত, অর্ণবের নববিবাহিতা স্ত্রী সুনিধি রবীন্দ্রসংগীত নিয়ে মাস্টার্স করছেন শান্তিনিকেতন থেকে। সামনেই তার পিএইচডি করার কথা রয়েছে তার।