রবিবার, ১১ জুন ২০২৩, ০২:৩৯ পূর্বাহ্ন

বুক রিভিউ ও রচনা প্রতিযোগিতা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১১.০১ পিএম

বিশেষ প্রতিনিধি: পাঠকদের জন্য বুক রিভিউ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে ব্লাড ফর হিউম্যানিটি। বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যমী ও মমনশীল মনের তরুণ-তরুণীদের জন্য অনুশীলন নামে একটি বুক রিভিউ ও রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে।

বুক রিভিউয়ে অংশগ্রহণের নিয়মাবলি আপনার পছন্দমতো যেকোন বইয়ের রিভিউ পাঠাতে পারবেন।

লেখাটি এর আগে অন্য কোথাও প্রকাশিত হলে গ্রহণযোগ্য হবে না। সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি-

• বিষয়
০১-“পরিবেশ বিপর্যয় মোকাবেলায় সাধারণ মানুষের করনীয়।”
০২-“ সম্ভাবনার দেশঃ বাংলাদেশ ( বাংলাদেশের সম্ভাবনাময় গুরুত্বপূর্ণ দিকগুলোকে আপনার রচনায় ফুটিয়ে তুলবেন)।”
• লেখাটি এর আগে অন্য কোথাও প্রকাশিত হলে গ্রহণযোগ্য হবে না।
• সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

পুরস্কার
প্রতি ইভেন্ট এ প্রথম ১০ জন করে ২০ জনকে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হবে।

সকল বিজয়ীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

সকল অংশগ্রহণকারীকে ই-সার্টিফিকেট প্রদান করা হবে।

লেখা পাঠানোর পদ্ধতি

১৫ মে, ২০২২ থেকে ২০ই জুন, ২০২২ পর্যন্ত যেকোন সময় নিম্নে উল্লেখিত সাবমিশন লিংক-এর মাধ্যমে লেখা পাঠানো যাবে।

লিংক- https://forms.gle/hnhV6A2XeMprGse46

অথবা ইমেইলে পাঠাতে পারেন- [email protected]

একজন পাঠক চাইলে একাধিক বইয়ের রিভিউও করতে পারবেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today