বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর ৪৫তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সাফি আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন।
মিরপুরের সরকারি ইউনানী আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ব্র্যাক নমুনা কালেকশন বুথ থেকে করোনা টেস্টের পর ১৩ তারিখে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সাফি সৈয়দ নজরুল ইসলাম হলের ৬১০ নাম্বার রুমে থাকত এবং সর্বশেষ গত ১১ তারিখে সেখানে অবস্থান করেছিল।
উল্লেখ্য, বুটেক্সের সৈয়দ নজরুল ইসলাম হল ও জি এম এ জি ওসমানী হল পাশাপাশি অবস্থিত। যেকারণে উভয় হলের ছাত্রদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ওসমানী হলের এক ছাত্র জানায়, হলের অনেকের করোনা সিনট্রোম রয়েছে কিন্তু ভয়ে কেউ পরিক্ষা করাচ্ছে না।
এ বিষয়ে সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. জালাল উদ্দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।