সারাদেশ টুডেঃ ফেনী শহরে এক বৃদ্ধের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ফেনী মডেল থানার আলমগীর হোসেন নামের এক এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত সোমবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বরখাস্ত হওয়া আলমগীর হোসেন ফেনী মডেল থানায় কর্মরত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এএসআই আলমগীর রবিবার আবদুল আহাদ মিয়াকে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা আদায় করেন।
পরবর্তী পর্যায়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে এলে আলমগীর হোসেনকে প্রত্যাহার পূর্বক পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় তাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে এবং তদন্ত পূর্বক তাহার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন কোন কাজ যদি কোন পুলিশ সদস্য করে তাকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না এবং কোন পুলিশ সদস্যের ব্যক্তিগত অপকর্মের দায়ভারও পুলিশ বাহিনী বহন করবে না।
এদিকে রবিবার(১৮ এপ্রিল ) রাতে পুলিশ সুপারের নির্দেশে ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেনের উপস্থিতিতে ১০ হাজার টাকা আহাদ মিয়াকে ফেরত দেয়া হয়।