বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০২:১৯ পূর্বাহ্ন

বৃহস্পতিবার দেশে আসছে সাদেক হোসেন খোকার মরদেহ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯, ২.৩৫ পিএম
সাদেক হোসেন খোকা

জাতীয় টুডেঃ-           যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা।তার মরদেহ আগামী বৃহস্পতিবার দেশে আসবে। শায়রুল কবির খান (বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য ) সোমবার ৪ নভেম্বর রাত ১১ দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার সাদেক হোসেন খোকার মরদেহ সকাল ৮ টা ১০ মিনিটে অ্যামিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে।

বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে  নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।প্রসঙ্গত, তিনি ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক চলে যান।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today