রবিবার, ১১ জুন ২০২৩, ০২:৪৩ পূর্বাহ্ন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সপ্তাহে তিন দিন বন্ধ থাকবে

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ১২.৩২ এএম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় (বেরোবি)

ক্যাম্পাস টুডে ডেস্কঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে প্রতি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। এতে সাপ্তাহিক দুই দিন ছুটির সঙ্গে আরও একদিন যোগ হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক মোহাম্মদ আলী জানান, গত সোমবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪১তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস চালু থাকবে এবং সব ধরনের পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে।প্রতিষ্ঠার পর থেকেই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

বৈশ্বিক জ্বালানি সংকটের এমন পরিস্থিতিতে সপ্তাহের বৃহস্পতিবার বন্ধ রেখে এখন পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today