সাকীব খান, বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ এর পক্ষ থেকে জাতির পিতার ম্যুরাল স্থাপন এর জন্য জমি বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে।
আজ রবিবার (৮মার্চ) দুপুর আড়াইটায় রেজিস্ট্রার এর মাধ্যমে উপাচার্য বরাবর এ চিঠি প্রদান করেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও গনিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান।
এ সময় রেজিস্ট্রার এর অনুপস্থিতিতে চিঠি গ্রহণ করেন রেজিস্ট্রার দফতর এর সেকশন অফিসার শাহীদ আল মামুন।
প্রতিষ্ঠার প্রায় একযুগ হলেও এখন পর্যন্ত জাতির পিতা স্থায়ী কোন প্রতিকৃতি নেই।এনিয়ে প্রশাসনের কোন উদ্যোগ ও দৃশ্যমান নয়।
গত বছরের ডিসেম্বর মাসে বিজয় দিবস উপলক্ষে লাল সবুজের মহোৎসব পালন কালে বঙ্গবন্ধু পরিষদ এর পক্ষ থেকে জাতির পিতা ও বেগম রোকেয়া সাখায়াত হোসেনের ম্যুরাল স্থাপনের ঘোষণা দেয়া হয়।