বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)ভূয়া নিয়োগপত্র দেখিয়ে অর্থ লেনদেনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তিন জনের নামে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আরিফুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাসুদ-উল-হাসান কে আহবায়ক করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সর্ববৃহৎ সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মতিউর রহমান বলেন,বিচার বিভাগীয় তদন্ত সাধারণত এক সদস্য বিশিষ্ট হয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের এমন কমিটি প্রশ্নবিদ্ধ এবং দায়সারা কমিটি।
তিনি আরো বলেন,তদন্ত কমিটির আহবায়ক নিজেই পতাকা বিকৃতির মামলায় অভিযুক্ত ব্যক্তি।একজন অভিযুক্ত ব্যক্তি কিভাবে অন্যের তদন্ত করেন।