বেরোবি প্রশাসনের ভিন্ন দায়িত্বে তিন শিক্ষক

সাকীব খান, বেরোবি প্রতিনিধি


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট এবং সহকারী প্রভোস্ট পদে তিন শিক্ষককে দায়িত্ব প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডব্লিউসি, পিএসসি (অব.) স্বাক্ষরিত পৃথক আদেশে এই নিয়োগ প্রদান করেন।

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক এবং বেরোবি বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক ড. মো: নাজমুল হক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোছা: আয়শা ছিদ্দিকা এবং একই হলের সহকারী প্রভোস্টের দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সুমাইয়া তাহসিন হামিদা।

তাঁদের এই নিয়োগ আদেশ ১০ মার্চ, ২০২০ তারিখ থেকে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment