বোরকা পরিহিত অবস্থায় গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ

ডেস্ক রিপোর্ট


সাতক্ষীরা সীমান্তের দেবহাটার ইছামতী নদী থেকে বোরকা পরিহিত অবস্থায় বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক  বিল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৫ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় বোরকা পরে পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। শাহেদকে সাতক্ষীরা স্টেডিয়াম থেকে সকালে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। তাকে র‍্যাবের হেডকোয়ার্টার এ নিয়ে যাওয়া হচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত।

Scroll to Top