ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিতে রাবিতে যাচ্ছে বশেমুরবিপ্রবি টিম

ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিতে রাবিতে যাচ্ছে বশেমুরবিপ্রবি টিম

বশেমুরবিপ্রবি প্রতিনিধি


আন্তঃবিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চার সদস্যের ব্যাডমিন্টন দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৬:৪৫ মিনিটে গোবরা রেলস্টেশন থেকে তারা যাত্রা শুরু করেন। চার সদস্য হলেন- বাংলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী আরমান সিকদার, এ্যাপ্লাইড ক্যামিস্ট্রি অ্যান্ড ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের তাওহিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষের সোহান এবং লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিফাত। চার সদস্যের সাথে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বাবুল মণ্ডল আছেন।

বাবুল মণ্ডল আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের হাতে এখনও চ্যাম্পিয়ন ট্রফি উঠেনি। এবার খেলোয়ারদের সেইভাবে প্রস্তুত হতে পরামর্শ দিচ্ছি, যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আশা করি ভালো কিছু হবে।

জানা যায়, আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ২৬টি বিশ্ববিদ্যালয় দলের দুই শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment