বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিহাদ হোসেন নামে এক শিক্ষার্থী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের চতুর্থ বর্ষের ( ২০১৭-১৮ সেশন) শিক্ষার্থী ছিলেন।
সহপাঠীদের মাধ্যমে জানা যায়, প্রায় তিন মাস আগে জিহাদ হোসেনের ব্লাড ক্যান্সার শনাক্ত হয়। পরবর্তীতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) জিহাদ হোসেন মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে কৃষি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো: জাহিদুল ইসলাম সোহাগ বলেন, সকালেই মৃত্যুর সংবাদ শুনে মর্মাহত হয়েছি।শুরু থেকেই তার খোঁজ খবর রেখেছি কিন্তু হঠাৎ এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। তার মৃত্যুর সংবাদে বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থী সহপাঠীরা শোকাহত। এ-সময় তিনি পরিবারের প্রতি সমবেদনা ও প্রকাশ করেছেন।