ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :
ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

বশেমুরবিপ্রবি টুডে


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভারতের দিল্লিতে সংখ্যালঘু মুসলিমদের উপর আগ্রাসনমূলক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একুশ শতাব্দীতে এসেও ভারতের সাম্প্রদায়িক মোদি সরকার সংখ্যালঘু নিরপরাধ মুসলমানদের উপর আগ্রাসনমূলক হামলা চালাচ্ছে। এতে শত শত মুসলিম শহীদ হচ্ছে, মারাত্মকভাবে আহত হচ্ছে। মসজিদ মাদ্রাসা জ্বালিয়ে দেয়া হচ্ছে। যা এই সভ্য সমাজে কোনভাবেই মেনে নেয়া যায়না। আমরা এসকল ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মানববন্ধনে শিক্ষার্থীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে তার বিচার দাবি করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, “সম্পূর্ণ অন্যায়ভাবে ভারতের সাম্প্রদায়িক মোদি সরকার মুসলমানদের উপর হামলা করছে। অবিলম্বে এসকল ন্যাক্কারজনক হামলা বন্ধ করতে হবে। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের অনুরোধ অসাম্প্রদায়িকতার রোলমডেল বাংলাদেশের মতো একটি দেশে অসাম্প্রদায়িক বিশ্বনেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী পূর্তি (মুজিব বর্ষ) অনুষ্ঠানে একজন কট্টর সাম্প্রদায়িক মোদির আগমন যেন এই বাংলায় না ঘটে।”

প্রসঙ্গত, ভারতের কট্টর মৌলবাদী সংগঠন বিজেপি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই নানাবিধ মুসলিমবিরোধী আইন পাশ করায় ক্রমশই সংখ্যালঘু মুসলিমদের উপর সাম্প্রদায়িক হামলার ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds