ভারতে লকডাউন আগামী ৩ মে পর্যন্ত

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি : ,
ভারতে লকডাউন আগামী ৩ মে পর্যন্ত

আন্তর্জাতিক টুডে


আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জাতির উদ্দেশে দেয়া ভাষণে নরেন্দ্র মোদি ভারতে আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

এছাড়া গরীবদের কথা চিন্তা করে আগামী ২০ এপ্রিলের পর থেকে বিভিন্ন রাজ্য লকডাউন শিথিল করতে পারবে বলেও ভাষণে বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২৫ মিনিটের ভাষণে মোদি আরও বলেন, সকলের সঙ্গে পরামর্শ করে আমরা ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। লকডাউন মানা হচ্ছে কিনা সেটি আগামী ২০ এপ্রিল পর্যন্ত সকল রাজ্যে গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। এরপর থেকেই আমরা এটি শিথিলের সিদ্ধান্ত নিতে পারি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে পরায় ১১ হাজারের বেশি মানুষ এবং মারা গেছেন ৩৩৯ জন।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet