ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার :পলক

ডেস্ক রিপোর্ট


ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার এমন মন্তব্য করেছেন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

গত বৃহস্পতিবার নাটোরে কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও নানা পেশার মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন উপকরণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

পলক বলেন, বৈশ্বিক মহামারী করোনা মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অনলাইনের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং আইসিটি মন্ত্রাণালয় সফলভাবে কাজ করে যাচ্ছে।

শেষে ব’লেন, সরকার উন্নত বিশ্বের সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষে ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা গ্রহণ করেছে।’

Scroll to Top