আমি যেদিকেই তাকাই
তোমাকেই দেখতে পাই
চোখ বুজলে দুটি আঁখিতে
তোমারই ছবি ওঠে ভেঁসে,
তোমাতে আমি কবে যে
হারিয়ে ফেলেছি নিজেকে
তা আমি নিজেও জানতে
পারি নি যে,
তোমার আমি পেতে চাই আপন করে
যেতে চাই ভেঁসে তোমায় নিয়ে
প্রেমের সাগরে প্রেমের ভেঁলাতে
তুমি যাবে তো প্রিয় আমার সাথে ।