সারাদেশ টুডে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ম্যাসেঞ্জারে করোনা আক্রান্তের গুজব ছড়ানোর অভিযোগে কামরুল হাসান রুমি (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দুপুরে গণমাধ্যমকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।-মুক্তির একাত্তর।
গত মঙ্গলবার (১৭ মার্চ) রাতে চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে কামরুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামরুল হাসান পেশায় ইন্টেরিয়র ডিজাইনার। তার বাড়ি চট্রগ্রামের মরসরাই উপজেলায়, তিনি নগরীর হালিশহর জি ব্লকে থাকেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমি তার ফেসবুক-মেসেঞ্জার থেকে ৩৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে দেন। ভিডিওতে দাবি করা হয় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এর চার শিক্ষার্থী করোনাইয় আক্রান্ত। তবে বাস্তবে এই ধরনের কোন ঘটনা ঘটেনি। ভিডিওটি ছড়িয়ে পড়ায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বিষয়টি র্যাব সদস্যদের নজরে আসলে রাতে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।