সোমবার, ০৫ জুন ২০২৩, ০৯:১২ পূর্বাহ্ন

ভ্যাকসিন খুব দ্রুত বাংলাদেশ পৌঁছাবে: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ৮.৩২ পিএম
ভ্যাকসিন খুব দ্রুত বাংলাদেশ পৌঁছাবে: প্রধানমন্ত্রী

ক্যাম্পাস টুডে ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘করোনার ভ্যাকসিন আনতে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে , খুব দ্রুত তা বাংলাদেশ পৌঁছাবে।’

বিজয় দিবসে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান তিনি। সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

এসময় ধানমন্ত্রী বলেন, ‘খুবই খারাপ লাগছে। সবাই ওখানে বসে আছেন আর আমি এখানে জেলখানার মতো বন্দি শিবিরে বসে আছি। কবে এই বন্দিত্ব থেকে মুক্তি পাব। শুধু বাংলাদেশ না পুরো বিশ্বেই একই অবস্থা।’

করোনার ভ্যকসিন নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভ্যাকসিন আসার ব্যবস্থা আমরা করে দিয়েছি। ইতিমধ্যে আমাদের চুক্তিও হয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে অনুমোদনও দিয়ে দিয়েছে। আমরা আশা করি তাড়াতাড়িই আমরা এটা পেয়ে যাব। তারপরও সব থেকে সুরক্ষা হচ্ছে সবারই মাস্ক পড়ে থাকা, হাত পরিস্কার রাখা এবং দূরত্ব বজায় রাখা।’

আলোচনা সভায় দেশের মানুষকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার আহ্বান জানান তিনি। এ সময় আওয়ামী লীগের শীর্ষনেতারা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today