মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ঈদুল আজহার ছুটি শুরু হবে ৬ জুলাই (বুধবার) ২০২২ থেকে ২২ জুলাই (শুক্রবার) ২০২২ পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডারে ছুটিতে ঈদুল আজহার ছুটি ৭ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিলো।
শিক্ষার্থীদের বাসায় যাওয়ার কথা বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. ফরহাদ হোসেন, ভাইস চ্যান্সেলরের বিশেষ বিবেচনাধীন অতিরিক্ত ৩ দিন ছুটি থেকে ১ দিন অর্থাৎ ৬ জুলাই ২০২২ ছুটি প্রদান করেছেন।
অর্থাৎ সাপ্তাহিক বৃহস্পতিবার ও শুক্রবার ছুটিসহ মোট ১৭ দিনের ছুটিতে যাচ্ছে মাভাবিপ্রবি।
তবে আবাসিক শিক্ষার্থীদের হলে থাকার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মো. নাজমুল ইসলাম বলেন, হলে এখনো কোন সিদ্ধান্ত আসেনি তবে আজকে আমরা সকল প্রভোস্ট বসে আলোচনা করে ভিসি স্যার এর কাছে গিয়ে সিদ্ধান্ত নেব। খুব শিগগিরই সিদ্ধান্ত আসবে।