সোমবার, ০৫ জুন ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ন

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ২.৫১ পিএম
মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন

ক্যাম্পাস টুডে ডেস্কঃ দেশের সরকারি-বেসরকারি স্কুলগুলো লটারির মাধ্যমে এ বছর শিক্ষার্থী ভর্তি করা হবে। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) , ঢাকাসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন শুরু । এই ভর্তির আবেদন মঙ্গলবার সকাল ১০টায় আবেদন শুরু, চলবে ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর বিদ্যালয় থেকে ভর্তি ফরম বিতরণ করা হবে না। শুধু অনলাইনে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাবে। আগামী ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে লটারি পরিচালনা করা হবে। ভর্তির আবেদন ফি কিছুটা কমিয়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক থেকে এসএমএস করে আবেদন ফি দিতে পারবেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) মাউশির এক বিজ্ঞপ্তিতে এ নিয়মাবলি প্রকাশ করা হয়েছে।

মাউশির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় তিনটি ফিডার শাখাসহ তিনটি গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ পাঁচটি নির্বাচন করতে পারবে।

আবেদনপত্র পূরণের নিয়মাবলি। বিস্তারিত এখানে…ক্লিক করুন

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today