মানবধর্ম

আজ আমি নির্বাক,
কারণ আমি এ পৃথিবীর সন্তানদের ধর্মান্ধতা দেখেছি
আজ আমার মনে কোন সহানুভূতি জাগে না,
কারণ আমি তাদের পুঁজিবাদী চিন্তাকে দেখেছি।

আজ মৃত্যুর মিছিল আমার হৃদয়কে ভেঙে দেয় না!
কারণ আমার হৃদয় তো সেদিন-ই টুকরো হয়েছে,
যেদিন দেখেছি সৈকতে শিশুর ভেসে আসা লাশ।

আমার হৃদয় তো সেদিনই পাথর হয়ে গেছে,
যখন দেখলাম তরবারির মাথায় মৃত শিশু!
যেটা নিয়ে তারা করেছে লীলা নৃত্য।
আজ আমি নিঃচুপ হয়ে গেছি,
যখন দেখলাম তারা স্বর্গকে করেছে শ্মশান।

আমি দেখেছি মানবতার বুলি আওড়িয়ে,
ধর্মান্ধতার মশাল ওড়াতে,কেউ কিছু বলেনি।
আরে ধর্মই যেখানে মুখ্য হয়ে দাড়ায়,
মানবতা সেখানে বিলাসের বস্তু হয়ে রয়।

হে মানবসন্তান, মানবধর্ম কী তবে-
অস্তিত্ব রক্ষার মিছিলে শুধুই নিছক একটা শব্দ?
আমি নিঃচুপ, নির্বাক; তবে বিবেকহীন নই,
তাই প্রতি মুহুর্তে চাই সন্তানেরা ভালো থাকুক।

এ প্রলয়ে সব কিছু মুছে যাক তবে,
মানবধর্ম টিকে থাকুক সগৌরবে।

লেখা: আশিক- আল – মাহবুব
শিক্ষার্থী,
কৃষি অনুষদ,
৭৭ ব্যাচ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

Scroll to Top