ক্যাম্পাস টুডে ডেস্কঃ কিডনী বিকল হওয়ার পাশাপাশি হৃদযন্ত্রে ভয়াবহ সমস্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র মাসুদ রানা। গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে তিনি রাজধানীর পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। মাসুদ রানা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের এবং মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী।
জানা যায়, মাসুদের দুটো কিডনী বিকল হওয়ার পাশাপাশি হৃদযন্ত্রে ভয়াবহ সমস্যা দেখা দিয়েছে। তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তার পরিবারের পক্ষে চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছেনা। এই মেধাবী শিক্ষার্থীকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে সমাজের নানা স্তরের মানুষের সাহায্য চেয়েছে তার পরিবার।
সকলে সহযোগিতায় মাসুদ আবারো ফিরে আসবে। কোলাহলে মেতে উঠবে ক্যাম্পাসের সবুজ প্রাঙ্গনে। তার পরিবারের মুখে হাসি ফোটাতে সহযোগিতার হাত বাড়াতে চাইলে নিচের দেয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। মানবিক কাজে নিজেকে শামিল করতে পারেন।
বিকাশ, রকেট ও নগদ একাউন্ট
বিকাশ: 01829430314
বিকাশ: 01742466947
বিকাশ: 01776868155
রকেট: 01829430314-5
নগদ: 01829430314
ব্যাংক একাউন্ট
Acc. Name: আল সাদী ভূইয়া
Acc no: 0947101241771
পূবালী ব্যাংক লিমিটেড
শাহবাগ শাখা