মানুষ না মানলেও, ‘সামাজিক দূরত্ব’ মানছে কুকুর!

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি : ,

ক্যাম্পাস টুডে ডেস্ক


করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যাচ্ছে, সামাজিক দূরত্ব মেনে চলছে না আমাদের মধ্যে অনেকেই।

সম্প্রতি একটি বাড়ির পাশেই ৬টি কুকুর সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্ব রেখে ঘুমিয়ে থাকতে দেখা যায়। ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ছবিটি হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে তোলা।

বাড়ির মালিক কবির আহমেদ জানান, ছয়টি কুকুর সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্ব রেখে ঘুমিয়ে থাকতে দেখি। দৃশ্যটি ভাল লাগায় মোবাইল ফোনে তা ধারণ করি। পরে সেটি ফেসবুকে শেয়ার করলে তা ভাইরাল হয়।

তিনি আরও জানান, মানুষ হয়েও করোনার কারণে সামাজিক দূরত্ব মানছি না। জীবজন্তু কোন কিছু না জানার পরও তারা দূরত্ব মানছে।

উল্লেখ্য, দল বেঁধে চলাফেরা করলেও বিশ্রাম করার সময় কুকুর নির্দিষ্ট বজায় রেখেই বিশ্রাম নেয় বা ঘুমায়।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet