শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:১০ পূর্বাহ্ন

মাস্কের বদলে ফের ফুল বিক্রি হবে || ফয়সাল হাবিব সানি

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০২০, ৮.১৪ পিএম

মাস্কের বদলে ফের ফুল বিক্রি হবে
ফয়সাল হাবিব সানি


কথা দিচ্ছি, অসুস্থ পৃথিবী সুস্থ হলে আমি আবারও তোমার প্রেমে পড়ব৷

আমি তোমার জন্য সেদিন পর্যন্তও অপেক্ষা করব, যেদিন রাস্তার পাশের দোকানগুলোতে মাস্কের বদলে ফের রাশি রাশি ফুল বিক্রি হবে আর আমি মুখ থেকে মাস্ক সরিয়ে পাগলের মতো ‘ভালোবাসি’ ‘ভালোবাসি’ বলে চেঁচিয়ে তোমাকে জাপ্টে জড়িয়ে ধরব।

ভালোবাসাকে আড়াল করবে দূরত্ব, তুমিই বলো তার সাধ্য কই? এমন তো একটা দিন চায়, যেদিন পৃথিবীতে আমৃত্যু ম্যাজিক ভালোবাসার ঘুড়ি উড়িয়ে তাজ্জব হৃৎপিণ্ডে পুরে অদ্ভুত সুন্দর আকাশ বয়ে বেড়াবে আমাদের এই মনুষ্যজন্ম!

এই পৃথিবী সুস্থ হলে হয়তো তোমার সাথে আমার নাও দেখা হতে পারে, তবে যেদিন থেকেই ফুলের কাছে ঘ্রাণের কাছে তুমি ছড়িয়ে পড়েছো, সেদিন থেকেই আমার বুকের বাঁম পাশে তোমার জন্য গুজে রেখেছি সহস্র রক্তগোলাপ!

সেই রক্তগোলাপের প্রতিটা রক্তচূড়ায় তোমার উপস্থিতি, তোমার জাদুকরী ঠোঁটের চুম্বনের দাগ আমি সেখানে কি দিয়ে মুছি বলো?

আচ্ছা, তুমি প্রেম নাকি দেবী? তুমি প্রতিমা নাকি নারী? কি নাম দেবো তোমার রাণী?
তুমি ফুল হয়ে স্পর্শে স্পর্শে তুমুল মগ্ন করো আমাকে! যেন তখন আমিই ফুলদানি।


 লেখকঃ তরুণ কবি ও সাংবাদিক
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত পাঁচটি কবিতাগ্রন্থের রচয়িতা।
স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ (বাংলা বিভাগ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি), গোপালগঞ্জ।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today