‘মা তুমি কোথায়, ফিরে এসো: ছেলেদের আর্তনাদ

ক্যাম্পাস টুডে ডেস্ক


ফিরে এসো মা, ফিরে এসো! মা তুমি কোথায়?মা তুমি যেখানে থাকো না কেন বাড়ীতে ফিরে এসো। এভাবেই বারবার বলে কান্নায় ভেঙ্গে পড়েন মা হারা দুই ছেলে মমিনুর রহমান ও মফিজুর রহমান। মা মরিয়ম বেগমকে সাতদিন ধরে খুঁজে বেড়াচ্ছেন ওই দুই ছেলে

২০ ফেব্রিয়ারি (বৃহস্পতিবার) দুই ছেলের সাথে দেখা করতে ময়মনসিংহ যাওয়ার পথে হারিয়ে যায় মা মরিয়ম বেগম। পরে নিকটাত্নীয়সহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও মায়ের খোঁজ মেলিনি সাত দিনেও । অবশেষে গত ২৩ ফেব্রুয়ারি হাতীবান্ধা থানায় একটি জিডি করে স্থানীয় সাংবাদিকদের শরনাপন্ন হন।

জি‌ডি সূত্রে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের ফজলে রহমানের স্ত্রী মরিয়ম বেগম। গত ২০ ফেব্রুয়ারি বাসে করে হাতীবান্ধা থকে ময়মনসিংহে দুই ছেলের কাছে যাওয়ার পথে হারিয়ে যায়। তার ব্যবহার করা ফোনটিও এখন বন্ধ পাওয়া যাচ্ছে।

এদিকে কেউ হারিয়ে যাওয়া মা-এর সন্ধান পেলে নিকটতম থানায় বা ০১৯৩৫৩৪২৬১৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে দুই ছেলে।

Scroll to Top