রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:৪৭ অপরাহ্ন

মুজিববর্ষে রাবির কৃতী শিক্ষার্থীরা পাবে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ মার্চ, ২০২০, ৮.৫৫ পিএম
মুজিববর্ষে রাবির কৃতী শিক্ষার্থীরা পাবে 'বঙ্গবন্ধু স্বর্ণপদক'

রাবি প্রতিনিধি


বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃতী শিক্ষার্থীরা পাবে ‘অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু স্বর্ণপদক’। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অগ্রণী ব্যাংক প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করে থাকে। এবারের পুরস্কারটি মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হয়েছে।’

অধ্যাপক চৌধুরী জাকারিয়া আরো বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের দায়িত্ব আমাদের। বর্তমান সময়ের শিক্ষার্থীরাই তার আদর্শকে ধারণ করে আগামী দিনে দেশ গড়ার কারিগর হবে। তাই মেধাবী শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’প্রদান করা হবে।’

প্রসঙ্গত, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিশেষ কৃতিত্বপূর্ণ ফল অর্জনের স্বীকৃতি স্বরূপ ১৯৮৯ সাল থেকে প্রত্যেক বছর ‘অগ্রণী ব্যাংক স্বর্ণপদক’প্রদান করে আসছে। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও অধিভুক্ত মেডিক্যাল কলেজের (এমবিবিএস-শেষ বৃত্তিমূলক ও নিয়মিত) শিক্ষার্থীদের মধ্যে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করা শিক্ষার্থীদের মধ্যে ‘অগ্রণী ব্যাংক স্বর্ণপদক’ পুরস্কার প্রদান করা হয়।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today