শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:৪৪ পূর্বাহ্ন

মেট্রোরেল অপারেটর দলে প্রথম নারীসহ নোবিপ্রবির ৫ শিক্ষার্থী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ১১.৫২ পিএম

আব্দুল্লাহ আল নোমান, নোবিপ্রবি প্রতিনিধি: বহুল আলোচিত মেট্রোরেল প্রকল্পে দেশের প্রথম নারী মেট্রোরেল অপারেটর নিযুক্ত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মরিয়ম আফিজা।

এছাড়াও উক্ত বিশ্ববিদ্যালয়ের আরো চার শিক্ষার্থী ট্রেন অপারেটর এবং স্টেশন কন্ট্রোলার হিসেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) নিয়োজিত রয়েছেন।

ট্রেন অপারেটর মরিয়ম আফিজা এবং নিত্যানন্দ ভৌমিক বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও একই ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্তনু দেবনাথও ট্রেন অপারেটর হিসেবে কর্মরত আছেন।

স্টেশন কন্ট্রোলার বেলাল আহমেদ এবং কামরুল হাসান সাগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ব্যাচের এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মেট্রোরেলের চালকের পদে অর্থাৎ ট্রেন অপারেটর পদে ২৫ জন এবং স্টেশন কন্ট্রোলার পদে সারাদেশ থেকে নিয়োগ পেয়েছেন বিভিন্ন জেলার ৩৪ জন।

দেশের এমন জাতীয় পর্যায়ের উন্নয়ন কর্মসূচীর সাথে নিজেদের সম্পৃক্ত করতে পেরে উচ্ছসিত নোবিপ্রবির এই সাবেক শিক্ষার্থীরা। দেশের প্রথম মেট্রোরেলে চাকরির জন্য আগ্রহ থেকেই আবেদন করেন প্রথম নারী ট্রেন অপারেটর মরিয়ম আফিজা। তিনি বলেন, ‘মেট্রোরেল অনেকের মতো আমার কাছেও একটা স্বপ্ন। আমি নিজে ট্রেন চালাবো,এটা ভেবে এখনই বেশ আনন্দ লাগছে। এখন মূল লক্ষ্য সঠিকভাবে সব প্রশিক্ষণ নেওয়া এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা।’

মেট্রোরেল পরিচালনায় যোগ্য ও দক্ষ লোকবল নিয়োগ দিচ্ছ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তাদেরকে দেশ এবং দেশের বাহিরে পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে মেট্রোরেল পরিচালনায় যোগ্য করে তোলা হচ্ছে। এরই মাঝে চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ের ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ এবং উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ দিচ্ছেন মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা। এছাড়া দেশের বাহিরে দিল্লি মেট্রোরেল একাডেমিতে প্রশিক্ষণ দিচ্ছে দিল্লি মেট্রোরেল।

মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে জাপান সরকারের উন্নয়ন সংস্থা জাইকা। প্রকল্পের মূল কাজ শুরু হয় ২০১৭ সালের আগস্টে। মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে আছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today