শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১২:৪৮ পূর্বাহ্ন

মেধাবী ও অসচ্ছলদের মেধাবৃত্তি দিচ্ছে কুবি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ৯.৫৮ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমে বৈষম্য

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের ৮৫০০ টাকা হারে এককালীন আর্থিক সহায়তা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রসাশন। সোমবার (১১ এপ্রিল) ডেপুটি রেজিস্ট্রার দলিলুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তি অনুযায়ী, স্নাতক (সম্মান) শ্রেণির ফলাফলের ভিত্তিতে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রতিটি বিভাগ হতে ১ জন করে ১৯ টি বিভাগ হতে মোট ১৯ জন এবং ১ম বর্ষ হতে ৪র্থ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রতিটি বিভাগ থেকে ২ জন করে মোট ৩৮ জন অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে বিভাগের চেয়ারম্যান, ছাত্র উপদেষ্টা ও একজন শিক্ষককে নিয়ে প্রতিটি বিভাগের কমিটি গঠন করে আগামী ২০ এপ্রিলের মধ্যে শিক্ষার্থীদের নাম রেজিস্ট্রার দপ্তরে প্রেরণের জন্য বলা হয়েছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today