ক্যাম্পাস টুডে ডেস্ক: ধান মাড়াই মেশিনের (কম্বাইন্ড হার্ভেস্টার) নিচে চাপা পড়ে পিয়াস আহম্মেদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।এমন ঘটনা নাটোরের বড়াইগ্রামে।
গত মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মেশিন চাপায় নিহত পিয়াস চামটা গ্রামের খলিল আহমেদের ছেলে এবং জোনাইল এম এল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
এ বিষয়ে জোনাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, পিয়াস মাড়াই মেশিন নিয়ে বিলে যাচ্ছিল। পথে মেশিনটি উল্টে অনেক নিচে খাদে পড়ে যায়। এ সময় মেশিনের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এই মৃত্যুতে তার পরিবার সহ সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।