মোটরসাইকেল দুর্ঘটনায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

বশেমুরবিপ্রবি টুডে


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের আরিফুল ইসলাম (মুবিন) নামে এক ছাত্রের মৃত্যুর হয়েছে। নিহত মুবিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তার অকাল মৃত্যু হয়।

জানা যায়, মঙ্গলবার গোপালগঞ্জ (বিশ্ববিদ্যালয়) থেকে বাড়ি (যশোর) ফেরার পথে রাত সাড়ে ৭ দিকে নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন মুবিন। পরে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়।

মুবিনের অকাল মৃত্যুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

Scroll to Top