মৌলভীবাজারে ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক

News Editor Avatar

ক্যাটাগরি :

সারাদেশ টুডেঃ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ।আটককৃতরা হলো- উপজেলার দত্ত গ্রামের মৃত কমরু মিয়ার ছেলে মো. আলী হোসেন (৩০) ও একই উপজেলার ডেফলউড়া গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শিপন মিয়া (৩০)।

১৮ নভেম্বর সোমবার বিকালে রাজনগর উপজেলা ফায়ার সার্ভিস ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।জেলা কার্যালয়ের পরিদর্শক মো. এমদাদুল্লাহের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে অভিযান চালিয়ে উপজেলা ফায়ার সার্ভিস ভবনের সামনে থেকে ১৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet