যতদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ততদিন মেসভাড়া মওকুফ

ক্যাম্পাস টুডে ডেস্ক:  করোনা সংক্রমণের কারণে বর্তমানে ৩০ মে পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে দীর্ঘ ছুটিতে মেস ভাড়া মওকুফ নিয়ে যখন শিক্ষার্থীরা বিপাকে তখন উত্তর বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ৬০ জন শিক্ষার্থীর মেস ভাড়া মওকুফ করে নজির গড়লেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরদার পাড়া এলাকার আশা ছাত্রাবাসের মেস মালিক আলহাজ্ব আমজাদ হুসেন।

তিনি আরও বলেন যত দিন করোনা দূর্যোগের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তত দিন শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছন।

এ ছাত্রাবাসে মোট ৬০ শিক্ষার্থী থাকেন। তারা বেরোবিতে পড়ালেখা করেন।
আমজাদ হুসেন মেস ব্যাবসার পাশাপাশি কৃষিকাজ করেন।

তার ছয় ছেলেমেয়েসহ আট সদস্যের পরিবারের খরচ মেটান মেস ভাড়া থেকে।

আমজাদ হুসেন বলেন, মেস ভাড়া থেকে তিনি প্রতি মাসে ৫০ থেকে ৫৫ হাজার টাকা ভাড়া পান। কিন্তু করোনার কারণে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শিক্ষার্থীরা মেসে নেই। যাদের অনেকে টিউশনি করে পড়ালেখার খরচ যোগায়। ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের পরিবারের আর্থিক সমস্যার কথা জানান। আর তাদের কথা বিবেচনা করে এই মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আশা ছাত্রাবাসের বাসিন্দা এক শিক্ষার্থী মো. আলীরাজ বলেন, এ দুঃসময়ে সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা আমাদের সারাজীবন মনে থাকবে।

এর আগে , সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু দিন ধরে বেরোবির শিক্ষার্থীরা মেস ভাড়া মওকুফের দাবি জানিয়ে আসছেন। ইতিমধ্যে শিক্ষার্থীরা রংপুর জেলা প্রশাসক বরাবর মেস ভাড়া মওকুফে যথাযথ প্রদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি লিখেছেন।

আমজাদ হোসেন শেষে বলেন, শিক্ষার্থীদের আর্থিক দিক বিবেচনা করে আমার মতো সম্পূর্ণ মওকুফ না করলেও মানবিক দিক বিবেচনা করে আংশিক মওকুফ করলেও শিক্ষার্থীরা উপকৃত হবেন।

Scroll to Top