ক্যাম্পাস টুডে ডেস্কঃ যথাসময়ে বিভাগ পরিবর্তন না করায় ঢাকা বোর্ডের ২৪ কলেজকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা। বুধবার (২৯ সেপ্টেম্বর) বোর্ডের বিভিন্ন কলেজকে এই নোটিশ করা হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা এর কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মোঃ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত ২০১৯-২০ শিক্ষাবর্ষে রেজিষ্ট্রেশনকৃত বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের যথাসময়ে বিভাগ পরিবর্তনের আবেদন না করার জন্য কারণ দর্শানো প্রসঙ্গে নোটিশে সংশ্লিষ্ট কলেজ সমূহের প্রতি জানতে চাওয়া হয়-
ঢাকা বোর্ডের আওতাধীন নিম্নোক্ত কলেজসমূহের ২০১৯২০২০ শিক্ষাবর্ষে রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীর যথাসময়ে বিভাগ পরিবর্তনের জন্য আবেদন/ব্যবস্থা গ্রহণ না করায় সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ব্যাখ্যা করে পত্র ইস্যুর তারিখ হতে আগামী ০৭ (সাত) কর্ম দিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে লিখিতভাবে জবাব প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরও পড়ুন– প্রাথমিক বিদ্যালয়ের নতুন ক্লাস রুটিন প্রকাশ