শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৭:৩৯ অপরাহ্ন

‘যদি ক্ষমাই করতে না পারি তাহলে কিসের শিক্ষক’: হৃদয় মণ্ডল

  • আপডেট টাইম বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৪.৪৫ পিএম
শিক্ষক হৃদয় মণ্ডল

ক্যাম্পাস টুডে ডেস্কঃ যদি ক্ষমাই করতে না পারি তাহলে কিসের শিক্ষক। ক্ষমাই আমার ধর্ম। ১৯ দিন জেলে থাকার পর জামিনে বেরিয়ে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শিক্ষার্থীদের প্রসঙ্গে একথা বলেন বিজ্ঞানশিক্ষক হৃদয় কৃষ্ণ মণ্ডল।

মুন্সীগঞ্জের বিনোদপুরের শতবর্ষ পার হওয়া শিক্ষাপ্রতিষ্ঠান রামকুমার উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক তিনি। ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে হৃদয় মণ্ডলের বিরুদ্ধে গত ২২ মার্চ বিদ্যালয়ের অফিস সহকারী বাদী হয়ে একটি মামলা করেন। ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। পরে ১০ এপ্রিল মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে হৃদয় মণ্ডল বলেন, তারা কোমলমতি শিশু। হয়তো নোংরা কোনো মানুষের প্রভাবে ওরা পড়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনা আমার ভাগ্যে হয়তো ছিল। হয়তো খোদা আমার ভাগ্যে এটাই লিখে রেখেছিলেন- তোর জীবনে এটিই ঘটবে। আবার ওপরে যাব- এটাও হতে পারে।

শিক্ষার্থীদের প্রসঙ্গে হৃদয় মণ্ডল বলেন, ওরা ছোট মানুষ। ওরা এটা করে ফেলেছে। এখন ওদের ক্ষমা করে দিতে হবে আর ওরা যাতে না করে সেই ব্যবস্থা নিতে হবে। শুধু এ স্কুলই না, সারা বাংলাদেশের স্কুলে যেন এমন ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।

এসময় হৃদয় কৃষ্ণ বলেন, আলবার্ট আইনস্টাইনের একটি কথা আছে, ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা হলো পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হলো অন্ধ। যার যার ধর্ম সে সে পালন করবে। তবে, প্রত্যেককে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। সমাজে যারা ধর্মান্ধ আছেন তাদের জন্য সবচেয়ে বেশি দরকার বিজ্ঞান।

হৃদয় কৃষ্ণ মণ্ডলের নামে মামলাটি করেন তারই স্কুলের একজন অফিস সহায়ক, যার এ ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। হৃদয় মণ্ডল পুলিশের কথায় মামলার বিষয়ে রাজি হলেও জানতেন না যে, তার বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫ এবং ২৯৫ (ক) ধারায় মামলা করা হয়েছে। এ দুই ধারাতেই শাস্তি সর্বোচ্চ শাস্তি দুই বছর কারাদণ্ড।

হৃদয় মণ্ডল বলেন, আমি তো এর কিছুই করিনি। আমি তো কোনো ধর্মীয় উপাসনালয়ে ভাঙচুর করিনি। আমি ছিলাম ক্লাসের মধ্যে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today