ওয়াশিম আকরাম, যবিপ্রবি প্রতিনিধি
তৃতীয় দিনে অর্থাৎ রবিবার (১৯ এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা এসেছে ৪৬ টি। যার সবগুলো ফলাফলই নেগেটিভ।
নমুনাগুলো এসেছে যশোর ও তার পার্শ্ববর্তী তিনটি জেলা থেকে। এর মধ্যে যশোরের (২৪) ঝিনাইদহের (১৪) মাগুরার (৫) ও নড়াইলের (৩) টি।
এ বিষয়ে জানতে চাইলে জিনোম সেন্টারের সহকারী পরিচালক ড. ইকবাল কবির জাহিদ সাংবাদিকদের জানান, গত দুইদিনের ৬০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে যার সবকটির ফলাফলই নেগেটিভ এসেছে।
উলেখ্য,গত (১৭ এপ্রিল) শুক্রবার থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়।
সংবাদটি শেয়ার করুন