ওয়াশিম আকরাম, যবিপ্রবি প্রতিনিধি
যবিপ্রবি করোনা পরীক্ষায় একদিনে ৮৬ নমুনা পরীক্ষা, ১২ জন করোনায় আক্রান্ত। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) করোনাপরীক্ষা কেন্দ্রে গত ২৪ ঘণ্টায় ২৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত নমুনার মধ্যে ৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১২ জনের করোনা পজিটিভ এসেছে।
যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানান, বিভিন্ন জেলার সিভিল সার্জনদের থেকে যাদের শুধুমাত্র গুরুতর করোনারোগী সন্দেহ করা হয়েছে তাদেরই পরীক্ষা করা হয়েছে গতকাল। সব নমুনা পরীক্ষা করার মত প্রয়োজনীয় সরঞ্জাম বিশ্ববিদ্যালয়ের নেই, তবে খুব দ্রুত সরঞ্জাম আসবে বলে আশা করছি।
তিনি আরো জানান, ৮৬ টি নমুনার মধ্যে যশোরের ২৪ জনের ২ জন, চুয়াডাঙ্গার ৩৯ জনের ৬ জন, কুষ্টিয়ার ১২ জনের ২ জন, মাগুরার ৭ জনের ১ জন, মেহেরপুরের ৪ জনের ১ জনসহ মোট ১২ জনের নমুনা পজিটিভ এসেছে। এর মধ্যে মেহেরপুরের রোগী মৃত্যুবরন করেছে। তাছাড়া নড়াইলের কোনো নমুনা পরীক্ষা করা হয় নি।
উলেখ্য, গত শুক্রবার (১৭ এপ্রিল) থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম করোনা ভাইরাস পরীক্ষা শুরু হয়।