যবিপ্রবি টুডেঃ করোনা ভাইরাসের সংক্রমণ ও সুপার সাইক্লোন আম্পানের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অসহায় ও হতদরিদ্র দুইশত পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
আজ শুক্রবার (২২ মে) সকালে খুলনা জেলার বিভিন্ন এলাকায় (ওয়াজেদনগর, ছাচিবুনিয়া, হাসনাবাদ, চড়া, রাঙ্গামাটি বটিয়াঘাটা) এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
যবিপ্রবি পেট্রোলিয়াম এ্যান্ড মাইনিং ইন্জিনিয়ারিং (পিএমই) বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক খন্দকার জানান, “দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হবার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগের ব্যতিক্রমী সব জনকল্যাণমুখী কার্যক্রম দেশব্যাপী ব্যাপক প্রশংসিত হচ্ছে।
তিনি আরও জানান, আর্তমানবতার সেবায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শহীদ মসিয়ূুর রহমান হল সভাপতি বিপ্লব দে শান্ত দার নেতৃত্বে সকল ধরনের জনকল্যাণমুখী কর্মকান্ডে অংশগ্রহণ করেছি। করোনা সংকটে এবং সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় আম্পানের কারণে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সংকটে পড়েছে।
এমতাবস্থায় ঘূর্ণিঝড় আম্পানের কারণে ক্ষতিগ্রস্থ এলাকার অসহায় ও হতদরিদ্র দুইশত পরিবারের মাঝে শহীদ মসিয়ূুর রহমান হল ছাত্রলীগের সভাপতি বিপ্লব দে শান্ত দার নির্দেশমতো ঈদ উপহার বিতরণ করি,প্রতিটি প্যাকেটে চাল,ডাল,আলু, মিষ্টি কুমড়া, পিয়াজ, সেমাই ও চিনি দেওয়া হয়- যোগ করেন আশিক খন্দকার।
আশিক খন্দকার আরও জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী শহীদ মশিয়ূর রহমান হল শাখা ছাত্রলীগ সভাপতি বিপ্লব দে শান্ত দাদার নেতৃত্বে সচেতনতা লিফলেট, মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ, ধারাবাহিক কর্মসূচীর মাধ্যমে অসহায় ও হতদরিদ্র দের মাঝে বারবার খাদ্যসামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ, শ্রমিক সংকটে থাকা কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া এবং সর্বশেষ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ ও আসন্ন ঈদ সামনে রেখে অসহায় ও সংকটাপন্ন মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করি আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।