যবিপ্রবি স্কুলে অনলাইনে ক্লাস শুরু

যবিপ্রবি প্রতিনিধি


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) স্কুলে অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হয়েছে।যশোর সদর উপজেলার ভিতরে সর্বপ্রথম এই স্কুলেই অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হয়।

প্রাথমিক ভাবে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হলেও পরবর্তীতে নবম ও দশম শ্রেণিও এ কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্কুল কতৃপক্ষ।

চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতা রাখতেই এই কার্যক্রম শুরু করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে যবিপ্রবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও যবিপ্রবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মেহেদী হাসান বলেন, “শিক্ষার্থীদের পাঠদানের ধারবাহিকতা বজায় রাখতেই এমন উদ্যোগ গ্রহণ করেছি। এবং আমরা আমাদের ক্লাসগুলো ভিডিওতে ধারণ করে প্রত্যেক অভিভাবকের নিকট পৌঁছে দিচ্ছি এবং শিক্ষার্থীদের কোন বিষয় বুঝতে অসুবিধা হলে তাৎক্ষণিক ফোন করে শিক্ষকদের থেকে জেনে নিতে পারছেন।

“অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন বলে মনে করছেন শিক্ষার্থীদের অভিভাবকগণ” যোগ করেন তিনি।

Scroll to Top