যুবলীগ নেতার গোডাউন থেকে ১২’শ বস্তা সরকারি চাল জব্দ

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি :

সারাদেশ টুডেঃ  নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এক গোডাউনে ১২০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায় এটি এক যুবলীগ নেতার গোডাউন।

এ ঘটনায় গোডাউনটি সিলগালা করে দেয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে বন্দরের মদনপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গোডাউনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

গোডাউনের কর্মচারীরা জানান, গোডাউনটিতে চাল মজুদ করেছেন স্থানীয় যুবলীগ নেতা জাবেদ ভূঁইয়া। তিনি মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

আরও বলেন , এই চাল তারা ত্রাণ দেয়ার উদ্দেশ্যে মজুদ করেছেন। মালিকের সঙ্গে ফোনে কথা হলে তিনিও একই দাবি করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার বলেন, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালাই। সব মিলিয়ে ১২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। আপাতত চালগুলো জব্দ করেছি এবং গোডাউন সিলগালা করে দিয়েছি। সকালে কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে পারলে ভালো, নইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন 

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে  The Campus Today New Page ক্লিক করুন 

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে  The Campus Today New Page ক্লিক করুন 

This will close in 5 seconds