সারাদেশ টুডে: রংপুরের পীরগঞ্জ জেলার কাবিলপুরে নিখোঁজের ২৪ ঘন্টা পর নদী থেকে স্থানীয় ফরিদপুর হাফিজিয়া মাদরাসার এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ছাত্রের নাম এজাজুল ইসলাম
আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানা পুলিশের ওসি সরেশ চন্দ্র।
এর আগে রবিবার (১৭ নভেম্বর) পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নের নিজ মাদরাসা থেকে নিখোঁজ হয় এজাজুল। এরপর অনেক খোঁজা করা হলেও তাকে পাওয়া যায় নি।
পরে আজ দুপুরে মাদরাসার পাশের নদীতে একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করলে পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করে।
পীরগঞ্জ থানা পুলিশের ওসি সরেশ চন্দ্র আরও জানান,‘ নিখোঁজের বিষয়টির সূত্র ধরে এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’
দ্য ক্যাম্পাস টুডে
সংবাদটি শেয়ার করুন