ক্যাম্পাস টুডে ডেস্ক
দেশে পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এবার মসজিদে তারাবিহ নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সে অনুযায়ী, মসজিদে বাইরের কেউ নামাজ আদায় করতে পারবেন না। শুধুমাত্র মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ১২ জন নামাজ আদায় করতে পারবেন।
জামালপুর ও ময়মনসিংহসহ কয়েকটি জেলার আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানানো হয়েছে। এর আগে সৌদি আরব, মধ্যপ্রাচ্যসহ বহুদেশে গতকাল বৃহস্পতিবার মাহে রমজানের চাঁদ দেখা যায়। সে অনুযায়ী দেশগুলোতে শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। আজ শুক্রবার থেকে দেশগুলোতে রমজানের রোজা শুরু য়েছে।