সারাদেশ টুডে: জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার মেয়ের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী সহ ৪ জন । মহানগরীর গুঞ্জন মোড়ে আনুমানিক রাত ১০ টা নাগাদ দুর্ঘটনা টি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া ভাষ্যমতে বেপরোয়া গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনা ঘটে। যার জন্য বিক্ষুব্ধ এলাকাবাসী চালকটি প্রাইভেট কারটি ঘেরাও ও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
লোকজন এসে চালকসহ গাড়িটি উদ্ধারের চেষ্টা করলে ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে। পুলিশ এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,গতকাল রাত ১০টার দিকে একটু নেভিব্লু প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক ও মোটরসাইকেলের তিনজন আরোহী গুরুত্বর আহত হন। আহত রা বর্তমানে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন।