সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে প্রথম বৃক্ষ জরিপ কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে ক্যাম্পাসে প্রাণিবিদ্যা ক্লাবের উদ্যোগে এ ফলাফল প্রকাশ করা হয়। তদন্তের অনুলিপি একাডেমির (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মহিউদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে।
সরকার কর্তৃক প্রকাশিত জরিপের ফলাফলে দেখা যায়, সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে প্রায় ৬৬ প্রজাতির ৬০৩টি গাছ রয়েছে। ক্যাম্পাসের আকারের উপর নির্ভর করে গাছের সংখ্যা উপযুক্ত। তবে ক্লাবটি আরও কিছু পরিবেশবান্ধব ও বিপন্ন গাছ লাগানোর পরামর্শ দিয়েছে।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো মহিউদ্দিনসহ শিক্ষক পরিষদের নবনির্বাচিত সম্পাদক মালকো আক্তার বানু, বিভিন্ন বিভাগের শিক্ষক ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রাণিবিদ্যা ক্লাবের চেয়ার ও প্রাণিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক শাবরিনা ইয়াসমিন ডেইলি ক্যাম্পাসকে বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষকে সচেতন করাই ক্লাবের উদ্দেশ্য। এই ক্লাবের সদস্যদের পরিবেশের জন্য মানুষকে সাহায্য করার কোনো সুযোগ নেই।
জুওলজি ক্লাবের সাধারন সস্পাদক শাহরিয়ার হোসেন শাহপরান জানান, আমাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে প্রাণ ও প্রকৃতি সংরক্ষন করা। যাতে বাংলাদেশের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবটা কাটিয়ে উঠা যায়। প্রাণ ও প্রকুতি ঠিক থাকলেই কেবল জলবায়ু পরিবর্তনের এই বেশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। জুওলজি ক্লাব অব তিতুমীর সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।